কয়েক ঘণ্টা আগেই সংবাদ সংস্থা ANI-র মাধ্যমে জানা গিয়েছিল অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে পৌঁছেছেন বিরাট কোহলি। মঙ্গলবার বৃন্দাবন মন্দির চত্ত্বরে ঢুকতে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। এবার বৃন্দবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের কাছে আশীর্বাদ নিতে দেখা গেল তারকা দম্পতিকে। এবার সেই ছবিও প্রকাশ্যে এসেছে।
ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের হালকা কারুকাজ সাদা ছিমছাম একটা সালোয়ার কামিজ পরে রয়েছেন অনুষ্কা শর্মা। তাঁর চুল খোলাই ছিল। মুখে মেকআপের লেসমাত্র নেই। অন্যদিকে বিরাটকে সাধারণ একটা অফ হোয়াইট রঙের ট্রাউজার ও লাইট গ্রিন রঙের ক্য়াজুয়াল শার্টে পরে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের দুজনের মুখেই ছিল হাসি। তবে একটি ছবিতে কিছুটা মনমরা দেখাল অনুষ্কাকে।
আরও পড়ুন-টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, এবার অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে বিরাট
আশীর্বাদস্বরূপ হলুদ উত্তরীয় পেয়েছেন বিরাট-অনুষ্কা…।
প্রেমানন্দজির দরবারে হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে দেখা গেল বিরুষ্কাকে। আরও একটি ছবিতে ছলছল চোখে দেখা মেলে অনুষ্কার। যদিও অন্য ছবিগুলিতে তাঁদের হাসিমুখেই দেখা যায়। তবে অনুষ্কার মনমরা ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘অনুষ্কার মন কি খারাপ?’