বাংলা নিউজ > হাতে গরম > বেড়েই চলেছে সোনার দাম, লগ্নিকারীদের মুখে হাসি
সোনার দাম ক্রমাগত বাড়তে থাকায় একদিকে যেমন দুশ্চিন্তার মেঘ দেখা দিয়েছে বিয়ের বাজারে, তেমনই খুশির হাওয়া বইছে বিনিয়োগকারী মহলে। বৃহস্পতিবারও কলকাতায় সোনার দামের পারদ চড়ল উল্লেখজনক হারে।
সকাল সকাল জেনে রখুন আজ শহরে সোনা ও রুপোর দাম কত থাকবে।
কলকাতায় এ দিন ১০ গ্রাম গয়না সোনার দাম ৪০,৪৯০ টাকা। বুধবার এই দাম ছিল ৩৯,৭৫০ টাকা। দাম বেড়েছে হলমার্ক সোনার গয়নারও। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম দাঁড়িয়েছে ৪০,৭৪০ আরও পড়ুন: রাস্তায় ক্রিকেট-দাবা, দেখে নিন কলকাতার বনধ চিত্র
কলকাতায় এ দিন ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৪১,৭৮০ টাকা। বুধবার এই দাম ছিল ৪১,১৪০ টাকা।
আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তি, বনধে মিশ্র প্রভাব রাজ্যে
এ দিন রুপোর বাট প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৪৬,৪০০ টাকা। খুচরো রুপো প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৪৬,৫০০ টাকা।টাকা।