প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের সুপ্রিম রায় পুনরায় বিবেচনা করার আবেদন জানাল পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এই রায় যাতে পুনর্বিবেচনা করা হয়, শীর্ষ আদালতের কাছে সেই মর্মে আবেদন করা হবে। সেই মতোই, রাজ্য সরকার ও এসএসসি কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে। সূত্রের খবর, আগামী ৮ মে এই রিভিউ পিটিশনের শুনানি করা হতে পারে। সেক্ষেত্রে শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য ছিল, কারা যোগ্য এবং কারা অযোগ্য চাকরিপ্রাপক, সেটা নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তাই এক্ষেত্রে সকলেরই নিয়োগ বাতিল করা হল। এমনকী, চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশও দেয় আদালত। সেইসঙ্গে, এসএসসি-কে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সারতেও বলা হয়। যদিও সেসব এখনও হয়নি।
পরবর্তীতে অবশ্য প্রশাসনের বাছাই অনুসারে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আগামী ৩১ ডিসেম্বর (২০২৫) পর্যন্ত ক্লাস করার অনুমতি দেওয়া হয়। ওই সময় পর্যন্ত তাঁরা বেতনও পাবেন। কিন্তু, তার মধ্যেই এসএসসি-কে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে হবে।
এই প্রেক্ষাপটে দাখিল করা রিভিউ পিটিশনে এসএসসি ও রাজ্য সরকারের দাবি, শীর্ষ আদালত যোগ্য অযোগ্যদের আলাদা করে আগের রায় পরিবর্তন করুক অথবা নতুন করে রায় দিক। যাতে যোগ্যদের কাউকে চাকরি হারাতে না হয়।