‘ভারতে থেকে আপনি বাংলা বলতে পারেন, হিন্দি পারেন না?’ মেট্রোয় খোঁচা মহিলার, পাল্টা এল জবাব।
মেট্রোয় ভাষা নিয়ে খোঁচা মহিলার। এল জবাবও। (প্রতীকী ছবি)
ভাষাকে কেন্দ্র করে দুই মহিলা যাত্রীর মধ্যে মেট্রোয় কথা কাটাকাটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল। সেখানে এক মহিলাকে অন্য যাত্রীর প্রতি খোঁচার সুরে বলতে শোনা যায়, ‘ভারতে থেকে আপনি বাংলা বলতে পারেন, হিন্দি বলতে পারেন না?’ তার উত্তরে বাংলাভাষী মহিলা যাত্রীও পাল্টা জবাব দেন। একটা সময়, ওই অবাঙালি মহিলাকে বলতে শোনা যায়, ‘এটা বাংলাদেশ নয়, এটা ভারত।’ জানা যাচ্ছে, এই ভাইরাল ভিডিয়ো কলকাতা মেট্রোর।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে এক অবাঙালি মহিলার মুখ প্রকাশ্যে আসে। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘ আপনি বাংলাদেশে নেই। আপনি ভারতে রয়েছেন। পশ্চিমবঙ্গ ভারতে অবস্থিত, আপনার হিন্দিতে বলা উচিত।’ তারপর তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি বাংলা বলতে পারেন, হিন্দি পারেন না?’ এরপর যে মহিলাকে এই খোঁচা দেওয়া হয়, তাঁকে বলতে শোনা যায়,'আমি পশ্চিমবঙ্গে থাকি, নিজের মাটিতে থাকি, তোর মাটিতে থাকি না।' ঘটনার শিকার মহিলা বলেন, ‘আরে উনি আমার অপমান করছেন’। তারপর তিনি বলতে থাকেন,' আমার মাটিতে বসে আমাকে অন্য ভাষার কথা বলছেন..', এরপর শোনা যায় অবাঙালি মহিলা বলেন,'মেট্রো আপনার নয়, পশ্চিমবঙ্গ আপনার নয়।' এরপর ওই বাঙালি মহিলা পাল্টা জবাবে বলেন,'পশ্চিমবঙ্গও আমার, মেট্রো আমার, আমার রাজ্যে, আমার ট্যাক্সের টাকায় তৈরি। তোমার রাজ্যে নয়, তোমার ট্যাক্সের টাকায় নয়।'
এই অবাঙালি মহিলা বারবার বলতে থাকেন, ‘তুমি ভারতে থাকো আর হিন্দি জানোনা?’ পাশের এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বাইরে গিয়ে এর সমাধান করে নিন না।’ অবাঙালি মহিলা বলতে থাকেন, ‘ভারতের ভাষা হিন্দি।’ বারবার ওই অবাঙালি মহিলা যখন বলতে থাকেন, ‘ভারতে থেকে হিন্দি আসে না?’ তখন একবার ওই বাঙালি মহিলা বলেন,'না আসে না। আমি বাংলায় থাকি, বাংলায় বলব।' ভিডিয়োর শেষের দিকে ওই অবাঙালি মহিলাকে ফের দেখা যায় ‘ভারতে থেকে হিন্দি আসে না' এই কথাটি বারবার বলতে।
এরপর পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। ঘটনার শিকার মহিলাকে ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়া নিয়ে অনেকেই ক্ষোভে ফুঁসে ওঠেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, দক্ষিণের রাজ্যে হিন্দি ইস্যুতে একাধিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর এই নয়া ভিডিয়ো আরও এক বিতর্ক তুলে ধরেছে।