আগামী বিধানসভা নির্বাচনের মুখে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে ভাঙড়ে। কারও নাম না করেও তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, কোনও দলের পক্ষ থেকে সীমা অতিক্রম করা হলে তা মেনে নেবেন না। তাঁর হুঁশিয়ারি, যদি ভাঙড়ে কোনও কর্মীর প্রতি আক্রমণ বা অশোভন আচরণ হয়, বিশেষত পরিবারের মহিলা ও পুরুষদের দিকে হাত উঠানো হয়, তিনি সেই আক্রমণকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: নওশাদকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ, শওকতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
জানা যাচ্ছে, শওকত বলেছেন, যদি কারও সাহস থাকে, ভাঙড়ে যদি একজন মহিলা পুরুষ বা কোনও তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়ে বা আঙুল যদি তোলা হয় তাহলে আঙুল মুছড়ে ভেঙে দেবেন। নাম না করে তিনি আর বলেন, একুশের ভোটে অনেক নোংরামি হয়েছে। আর হতে দেবেন না। তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। বিশেষত ভাঙড়ের বর্তমান বিধায়ক ও তাঁর পরিবারের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে আলোচনা চলছে। বর্তমানে এই আসনটি আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী দখল করে রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হয়েছেন আইএসএফ প্রার্থী। কিন্তু তৃণমূলের কাছে এই আসনের পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমানে দলীয় নেতৃত্ব শওকতের ওপর আস্থা রেখেছেন। তৃণমূল বিধায়ক কি আইএসএফকে লক্ষ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই পরিস্থিতিতে এখন দেখার বিষয়, আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন দাঁড়ায় এবং প্রাক্তন বিধায়কের হুঁশিয়ারি কতটা রাজনৈতিক প্রভাব ফেলতে সক্ষম হয়। তবে কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে নারাজ। এই হুঁশিয়ারি ঘিরেই আবার জোর জল্পনা শুরু হয়েছে ভাঙড়ে কোনও অশান্তির মেঘ জমছে কি না।