Ration Card Rules: নতুন রেশন কার্ডের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্য়তামূলক, ভুয়ো কার্ড রুখতে পদক্ষেপে খাদ্য দফতর
Updated: 18 Oct 2024, 12:59 PM IST Sritama Mitra 18 Oct 2024 ration card, fake ration card case, aadhaar card, how to apply for new ration card, west bengal, ration card registartion rules, রেশন কার্ড, পশ্চিমবঙ্গ, আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডদেখা গিয়েছে, বহু পরিবারে এক্ষেত্রে একজনের নামে একা... more
দেখা গিয়েছে, বহু পরিবারে এক্ষেত্রে একজনের নামে একাধিক কার্ড রেজিস্টার হয়েছে। আর বিভিন্ন ঠিকানা দিয়ে সেই সমস্ত কার্ড রেজিস্টার করা রয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ নেই।
পরবর্তী ফটো গ্যালারি