অপারেশন সিঁদুরের পরিকল্পনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমের সাংসদ শতাব্দী রায় মঙ্গলবার সাংবাদমাধ্যমকে বলেন, যুদ্ধের সঙ্গে আবেগকে এভাবে জড়াতে মোদীজিই পারেন।
শতাব্দী রায় বলেন, ‘মোদীজি এমনিতে অন্য দিকেও ক্যালকুলেটিভ। কোথায় ইমোশন কাজ করবে, কোথায় মানুষ এটাচ হবে সেটাও তো উনি খুব ভালো বোঝেন। এক্ষেত্রে সিঁদুর খুব অর্থবহ। যেহেতু সিঁদুরকেই মুছে ফেলা হয়েছে। তাই অপারেশন সিঁদুর নামকরণ ও মহিলাদের দিয়ে সেই অপারেশন করা এই ধারণা তৈরি করাটাই বড় ব্যাপার। শুধু যুদ্ধের সঙ্গে আবেগকে জড়িয়েছেন। মানুষ তাতে অনেক বেশি সাহস পেয়েছে। সিঁদুর আমাদের সমাজের সঙ্গে, আবেগের সঙ্গে, সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা আবার প্রমাণ হল।’
পহলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৬ ও ৭ মের মধ্যবর্তী রাতে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ৯টি সন্ত্রাসবাদী ক্যাম্পে একযোগে অভিযান চালায় ভারতীয় সেনা। নিখুঁত দক্ষতায় আসে পাশে কারও কোনও ক্ষতি না করেই ক্ষেপণাস্ত্র ছুড়ে গুঁড়িয়ে দেয় ক্যাম্পগুলি। ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানের ‘অপারেশন সিঁদুর’ নামকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ২২ এপ্রিল যে ভাবে বেছে বেছে হিন্দু পুরুষ পর্যটকদের কাশ্মীদের পহলগাঁওয়ে বেছে বেছে পরিবারের সামনে হত্যা করে হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছিল তার জবাবেই এই নামকরণ বলে জানা যায়। জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার এই হামলায় পালটা ভারতীয় সেনার ওপর ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায় পাকিস্তানি সেনা। তবে তারা সফল হয়নি। পালটা হামলায় পাকিস্তানের ১৩টি সেনা পরিকাঠামো গুঁড়িয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।