বাজারে গিয়ে আমজনতার এখন একটাই চিন্তা আলুর দাম কিছুতেই কমছে না। এসবের মধ্যেই আশার কথা হল আলু ধর্মঘট প্রত্যাহার করা হল। বৃহস্পতিবার থেকে বাজারে আলু যাবে পর্যাপ্ত পরিমাণে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এনিয়ে বিশেষ আশ্বাস দিয়েছে।
কেন আলু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল?
আলুর রফতানি হচ্ছিল ভিনরাজ্যে। এদিকে এনিয়ে সিএমওর কাছে বিশেষ তথ্য় ছিল না। এদিকে আলু কেন ভিনরাজ্যে রফতানি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। এরপর আলু রফতানিতে রাশ টানা হয়েছিল। মুখ্য়মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রয়োজন মেটানোর পরেই আলু রফতানি করা যাবে। এদিকে একদিকে যখন সরকার রাশ টানে আলু রফতানিতে তখনই পালটা আলু ধর্মঘটের ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা।এদিকে ধর্মঘট শুরু হতেই রাজ্য জুড়ে আলুর দাম বাড়তে থাকে। একদিকে যখন মুখ্য়মন্ত্রী দাম কমানোর জন্য ভিনরাজ্যে আলু রফতানিতে রাশ টেনেছিলেন তখনই পালটা ধর্মঘট ডেকে আলুর দাম বাড়িয়ে দেওয়া হল। এমনটাই মত অনেকের।
তবে এরপরই মঙ্গলবার কৃষি বিপননমন্ত্রী বেচারাম মান্না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই আপাতত আশ্বাস মিলেছে যে আলু ব্যবসায়ীদের প্রস্তাব মুখ্য়মন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপরই ধর্মঘট প্রত্য়াহার করেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ী সমিতি জানিয়েছে, মন্ত্রী আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। ধর্মঘটের ফলে আলুর দামও বেড়েছে। মন্ত্রীর আশ্বাস ও সাধারণ মানুষের অবস্থার কথা মাথায় রেখে ধর্মঘট তুলে নেওয়া হল।