কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে কাটল তারকেশ্বর - বিষ্ণুপুর রেলপথের জট। বৃহস্পতিবার এক নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভবদিঘির ওপর দিয়েই ছুটবে ট্রেন। একই সঙ্গে আদালতের মন্তব্য, আড়াই লক্ষ মানুষের স্বার্থের থেকে আড়াইশো মানুষের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না।
পড়তে থাকুন - ট্যাবের টাকা নিয়েও HS-এ বসেনি ৫০,০০০ পড়ুয়া, পদক্ষেপ করা হবে কি? জানালেন সচিব
আরও পড়ুন - আইনে কি ভরসা নেই? একের পর এক আদালত অবমাননার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে
তারকেশ্বর - বিষ্ণুপুর রেলপথে গোঘাট ও কামারপুকুর স্টেশনের মাঝখানে ভবদিঘির ওপর রেলপথ তৈরির বিরোধিতায় সরব হন স্থানীয়রা। যার জেরে গত ৮ বছর ধরে বন্ধ প্রকল্পের কাজ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভবদিঘির আসেপাশের বাসিন্দারা। তাদের দাবি, ভবদিঘির ওপর দিয়ে রেল লাইন তৈরি করা যাবে না। এতে ওই জলাশয়টি ক্ষতিগ্রস্ত হবে। ভবদিঘির জলের ওপর নির্ভর করেন স্থানীয়। ওই জল কৃষিকাজে ব্যবহার হয়। এছাড়া স্থানীয়রা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ওই দিঘির জল ব্যবহার করেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, আড়াই লক্ষ মানুষের স্বার্থের থেকে আড়াইশো মানুষের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। ভবদিঘির ওপর দিয়েই তৈরি হবে রেল লাইন।
আরও পড়ুন - বক্সির তৈরি করা কমিটি কেন কয়েক ঘণ্টার মধ্যে খারিজ করলেন মমতা? সম্ভাব্য ৪টি কারণ
ওই এলাকায় যে সব জায়গায় রেলের কাজ চলছে তা ৬ মাসের মধ্যে শেষ করতে হবে। আর যেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়ে গিয়েছে কিন্তু কাজ শুরু হয়নি সেখানে ৬ সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে।
এদিন এব্যাপারে রাজ্য সরকারকেও তাদের কর্তব্য স্মরণ করান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা। আশা করি এই কাজে রেলকে সহযোগিতা করবে রাজ্য।’