Rachana on RG Kar Protest: 'আসল আসামীকে খুঁজতে হবে...', আরজি কর নির্যাতিতার মা-বাবার আন্দোলনকে কটাক্ষ রচনার
Updated: 10 Aug 2025, 12:09 PM IST Abhijit Chowdhury 10 Aug 2025 rachana banerjee, rg kar, tmc, rg kar rape case, rg kar rape and murder case, আরজি কর, আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুন, টিএমসি, তৃণমূল কংগ্রেস, আরজি কর আন্দোলন, রচনা বন্দ্যোপাধ্যায়একবছর হয়ে গেল আরজি করে জুনিয়র ডাক্তার খুনের। এখনও ... more
একবছর হয়ে গেল আরজি করে জুনিয়র ডাক্তার খুনের। এখনও পর্যন্ত সব দোষী ধরা পড়েনি বলে দাবি নির্যাতিতার বাবা-মায়ের। কার্যত সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেও তাঁদের আন্দোলনকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
পরবর্তী ফটো গ্যালারি