বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Councilor's pets' Anniversary: পোষ্যের 'বিবাহ বার্ষিকী' পালন তৃণমূল কাউন্সিলরের, পুর দুর্নীতির কথা মনে করালেন সজল
পরবর্তী খবর
TMC Councilor's pets' Anniversary: পোষ্যের 'বিবাহ বার্ষিকী' পালন তৃণমূল কাউন্সিলরের, পুর দুর্নীতির কথা মনে করালেন সজল
বিজেপি নেতা সজল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতার পরিবারের বা তাঁর ব্যক্তি উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের পোষ্যের 'বিবাহ বার্ষিকী' পালন
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়ির দুই পোষ্যের 'বিবাহ বার্ষিকী' পালন করতে ভাড়া নেওয়া হল পার্কস্ট্রিটের একটি বাড়ি। আর এই কাণ্ডের ভিডিয়ো পোস্ট করে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ। ঘটনা প্রসঙ্গে সজল বাবু ফেসবুক পোস্টে লেখেন, 'আমিও ভীষন কুকুর প্রেমী। বহু বছর ধরে আমার বাড়িতে আমি কুকুর লালন পালন করি। কিন্তু তাই বলে একেবারে পার্ক স্ট্রিটের ওপরে পার্ক হোটেলের পাশের বাড়িতে (১৯ নং, পার্কস্ট্রিট) লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম একটা আভিজাত হল ভাড়া নিয়ে কুকুরের বিবাহ বার্ষিকী করার ক্ষমতা বা মানসিকতা আমার নেই। কারণ আমি তো তৃণমূল করি না।' (আরও পড়ুন: ফের আমরণ অনশন, ডিএ-র দাবিতে ২৯ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি মঞ্চের)
সজল ঘোষ আরও লেখেন, ‘শুনেছিলাম আগে বড়লোকরা নাকি বিড়ালের বিয়ে দিত। তো তৃণমূলীরা কেন কুকুরের বিবাহ বার্ষিকী পালন করবে না? থাক না রাস্তায় বসে যারা, নাই পাওয়া যাক ডিএ। বিবাহ বার্ষিকী তো দেখলাম। কোনও দিন নিশ্চয়ই দেখব বিয়ে। কোনওভাবেই কুকুরপ্রেমীদের আঘাত করার জন্য এই পোস্ট নয়। যাকে ঘিরে এই আয়োজন, তার ভালো বা মন্দ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। এটা একটা মোচ্ছবের উপলক্ষ মাত্র। যতদূর শোনা গিয়েছে, কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতার পরিবারের বা তাঁর ব্যক্তি উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে।’ (আরও পড়ুন: মঙ্গলে বাংলার জন্য আসবে 'সুখবর'? বকেয়া নিয়ে দিল্লিতে বৈঠকে ডাক বাংলার সচিবদের)