স্কুলে পড়াতে নীল সাদা পোশাক দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই পোশাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই থাকছে বিশ্ব বাংলার লোগো। কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও কেন বিশ্ববাংলা লোগো ব্যবহার করা হবে! এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কেন্দ্রের টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা।
শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা দফতর স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের মাধ্যমে রাজ্যকে ৪০০ কোটি টাকা অনুদান দিয়ে থাকে। কিন্তু, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের নিম্নমানের পোশাক দিচ্ছে। এক্ষেত্রে কাটমানি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে শুভেন্দু আবেদন জানিয়েছেন, সরাসরি কেন্দ্রের বরাদ্দ করা এই টাকা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হোক।