বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > JU student death: স্বপ্নদীপের মৃত্যুতে রয়েছে প্রশাসনিক মদত, আইনি সহায়তার আশ্বাস দিয়ে দাবি সুকান্তর
পরবর্তী খবর
JU student death: স্বপ্নদীপের মৃত্যুতে রয়েছে প্রশাসনিক মদত, আইনি সহায়তার আশ্বাস দিয়ে দাবি সুকান্তর
1 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2023, 10:35 AM ISTMD Aslam Hossain
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে টুইট করে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি। টুইটারে তিনি লেখেন, ‘যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা ক্ষেত্রে প্রকৃত শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।’
স্বপ্নদ্বীপ কুণ্ডু।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ছাত্রের মৃত্যুর পরেই তদন্তের দাবি জানিয়েছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এবার শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের মতো ঘটনা নিয়ে রাজ্য সরকারের তীব্র নিন্দা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা ক্ষেত্রে প্রকৃত শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।’ একই সঙ্গে এই ঘটনাকে ‘সরকারের লজ্জা’ বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে টুইট করে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি। টুইটারে তিনি লেখেন, ‘যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা ক্ষেত্রে প্রকৃত শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।’ এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লেখেন, ‘ র্যাগিংয়ের মতো জঘন্য অপরাধ নির্মূল করতে ব্যর্থ হয়েছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের জন্য লজ্জা।’ পাশাপাশি মৃত ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি লেখেন, ‘স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারকে আমার গভীর সমবেদনা।’