ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে পরিবেশ দফতরের ছাড়পত্র বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আর এবার দুর্ঘটনা এড়াতে এই ধরনের পণ্যবাহী যানবাহনে সাইনেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেক্ষেত্রে সাধারণ যান থেকে দূরত্ব বজায় রাখার জন্য এই সমস্ত যানের সামনের এবং পিছনের দিকে সাইনেজ লাগাতে হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। কী ধরনের পণ্য বহন করা হচ্ছে সে বিষয়টি জানাতে হবে ওই সাইন বোর্ডে। এই মর্মে রাজ্য পরিবহণ দফতরের তরফে একটি গাইডলাইন জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বহনের ক্ষেত্রে নিতে হবে পরিবেশ দফতরের ছাড়পত্র
মূলত রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাহ্য রাসায়নিক পদার্থ, জ্বালানি বহনকারী ট্রাক এবং ট্যাঙ্কারের ক্ষেত্রেই এই গাইডলাইন জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। সম্প্রতি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা নয় একটি লরিতে ধাক্কা মারে রাসায়নিক জ্বালানি বোঝায় একটি ট্যাঙ্কার। এরফলে ট্যাঙ্কারে আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল চালকের। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। সেই সমস্ত কথা মাথায় রেখেই ক্ষতিকারক রাসায়নিক বহনকারী ট্রাক এবং ট্যাঙ্কারের ক্ষেত্রে এই এসওপি জারি করেছে পরিবহণ দফতর। তাতে রান্নার গ্যাস, সিএনজি, পেট্রোল, ডিজেল নানা রকমের পেট্রোলিয়াম জাত রাসায়নিক, তেজস্ক্রিয় পদার্থ, বিষাক্ত গ্যাস বহনকারী গাড়িকে এই তালিকায় রাখা হয়েছে। সেক্ষেত্রে নিয়ম না মানা হলে গাড়ির মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।