বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam Case in HC: পার্থর মামলায় নয়া মোড়, সরলেন বিচারপতি ট্যান্ডন ও সামন্ত
পরবর্তী খবর
বুধবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ না পাওয়ার পর সিবিআই দফতরে হাজিরা দিতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সন্ধ্যা ছ’টার ১৮ মিনিট আগেই নিজাম প্যালেসে যান পার্থবাবু। এরপর দীর্ঘ সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়। এদিকে এর আগে ডিভিশন বেঞ্চে আইনি জটিলতার কারণে তাঁর রক্ষাকবচ মামলার শুনানি হয়নি বুধবার। এই আবহে আজকে ডিভিশন বেঞ্চের দুই বিতারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিলেন। (আরও পড়ুন: মন্ত্রী পরেশ অধিকারীর খোঁজ নেই, CBI-কে নোটিশ পাঠানোর নির্দেশ হাই কোর্টের)