
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চারিদিকে স্বচ্ছ কাচে মোড়া বহুজাতিক বিপণি। যেমনটা থাকে যে কোনও বিপণিবিতানে। তারই মধ্যে কালো কাচে ঘেরা একটা স্পা। যার ভিতরে কী চলছে তা বাইরে থেকে ঘুণাক্ষরে টের পাওয়ার উপায় নেই। তবে কালো কাচে মোড়া ওই স্পায়ের ভিতরে কী চলতে পারে তা জানতে দোকানের ভিতরে ঢুকতে হয় না। শপিং মলের দোকানিরা তো বটেই সেকথা জানতেন সেখানে নিয়মিত যাতায়াত করা সাধারণ মানুষ। জানত না শুধু পুলিশ। তাই কয়েক বছর ধরে স্পা-য়ের আড়ালে রমরমিয়ে দেহব্যবসার কারবার করে যাওয়া দোকানের সন্ধান পায়নি তারা। অবশেষে চক্ষুলজ্জার খাতিরে শনিবার সন্ধ্যায় পৌঁছল বিধাননগর কমিশনারেটের পুলিশ। সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন - '৪ দিনে কলকাতা দখলের' জবাব- 'বাংলাদেশ সেনার জন্য সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট'
পড়তে থাকুন - তন্ময় ভট্টাচার্যকে নিয়ে কী সিদ্ধান্ত নিল সিপিএম? তদন্ত কমিটির ভূমিকায় ধোঁয়াশা
নিউ টাউনের প্রাণকেন্দ্রে অ্যাক্সিস মলে স্পায়ের আড়ালে যে দেবব্যবসা চলছে তা মোটামুটি সবারই জানা ছিল। তবু কোনও এক অজ্ঞাত কারণে এতদিন দেখা মেলেনি পুলিশের। শনিবার সন্ধ্যায় হঠাৎ সেখানে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ৩ জন মহিলা ও ৭ জন পুরুষকে সেখান থেকে গ্রেফতার করেছে তারা। তাদের রবিবার বারাসত আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন - শপিং মলের ভিতরে কালো কাচে ঘেরা দোকান, তার মধ্যেই চলছিল সেই সব কাণ্ড, ধরল পুলিশ
স্থানীয়রা জানাচ্ছেন, নিউ টাউনের বিভিন্ন জায়গায় স্পা-এর নামে দেহব্যবসা চলছে। সেখানে নিয়মিত অচেনা পুরুষ ও মহিলারা যাতায়াত করেন। কিন্তু পুলিশ নির্বিকার। অ্যাক্সিস মলের স্পা-টিতেও এই কাণ্ড নতুন নয়। তার পরেও পুলিশ এতদিন সব জেনে চুপ করে বসে ছিল। শনিবার কোনও অজ্ঞাত কারণে হানা দিয়েছে তারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports