আরজি কর কাণ্ড কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও এনিয়ে আন্দোলন করা হচ্ছে। তবে এসবের মধ্যেই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছেন সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্য়ায়। এবার পুরুষ পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন নেত্রী।
তিনি জানিয়েছেন, আরজি কর হাসপাতালের মর্গ থেকে দেহ দ্রুত বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় মিনাক্ষী মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। পুলিশের কেউ তাদের প্রভাব খাটিয়ে তাদের উপর জোর খাটানোর চেষ্টা করছেন কি না সেটাই জানতে গিয়েছিলেন মিনাক্ষী। আর তখনই পুরুষ পুলিশ বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে তাঁর বুকে ধাক্কা দেয়, সজোরে ঘুষি চালায় বেশ কয়েকবার ও মহিলা পুলিশ ছাড়াই কয়েকজন পুরুষ পুলিশ তাঁকে বেশ কয়েকবার ধাক্কা মারে।
সেই সংক্রান্ত একটি ছবিও সামনে এসেছে। সেখানে বামেদের তরফে দাবি করা হয়েছে পুলিশ বিনা প্ররোচনায় তাঁকে ধাক্কা দিয়েছে। তিনি কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে লিখেছেন, উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনওরকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতন ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ কর্মী ছাড়াই বহু সংখ্য়ক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, আমাদের মারে। দাবি মিনাক্ষীর।