হরিদেবপুরে ক্রিকেট ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে বচসা। তার জেরে মারপিট। আর সেই ঝামেলার মধ্যে আচমকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে তার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্রটিও পুলিশ উদ্ধার করেছে। এখন প্রশ্ন উঠছে কীভাবে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এল? সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
আরও পড়ুন: ভিন রাজ্য থেকে বাংলায় আসছে আগ্নেয়াস্ত্র, রুখতে যৌথ অভিযানের ওপর জোর পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল রবিবার রাতে। সেখানে জাগরণী সংস্কৃতিক সংঘের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেইমতোই দুই দলের মধ্যে চলছিল ক্রিকেট ম্যাচ। সেই সময় খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল বচসা বাঁধে। পরবর্তীতে তাদের বচসা পৌঁছয় হাতাহাতিতে। যার ফলে টুর্নামেন্ট ভেস্তে যায়। দুপক্ষের মারপিটে জেরে একজনের মাথা ফাটে। তখন অন্যান্যরা তাদের থামানোর চেষ্টা করেন। সেই সময় আচমকা ওই যুবক পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায় বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই যুবকের নাম অন্ময় চন্দ। যদিও সে করে চালাতে পারেনি তবে আগ্নেয়াস্ত্র দেখে স্বাভাবিকভাবেই খেলার মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে অভিযোগ উঠেছে, এক পক্ষের হয়ে ওই যুবক অন্যপক্ষকে ভয় দেখানোর জন্যই আগ্নেয়াস্ত্র বের করেছিল।