ইডির মামলায় সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি পিছিয়ে গেল। সময়মতো রিপোর্ট পেশ না হওয়ায় এদিন চরম ক্ষোভ প্রকাশ করে বুধবার পর্যন্ত শুনানি পিছিয়ে দিল বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। এর ফলে পার্থর জামিন নিয়ে আদালতের সিদ্ধান্ত জানতে আরও ২ দিনের অপেক্ষা বাড়ল।
সোমবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল। গত শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় ইডি ও সিবিআই হেফাজতে কতদিন ধরে ছিলেন তা রিপোর্ট আকারে পেশ করতে বলেছিল আদালত। রিপোর্টটি পেশ করার কথা ছিল রবিবারের মধ্যে। কিন্তু ইডি বা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কেউই রবিবার রিপোর্ট পেশ করেননি। রিপোর্টটি আদালতে জমা পড়ে সোমবার সকালে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতিরা।
বিচারপতি সূর্যকান্ত বলেন, আদালতে একটা কর্মসংস্কৃতি থাকা উচিত। একটা রিপোর্ট পড়তে সময় লাগে। তাই রিপোর্টটি রবিবারের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। গতকাল সেই রিপোর্টটির আমরা খোঁজ করি। কিন্তু জানতে পারি যে কোনও রিপোর্ট জমা দেওয়া হয়নি। রিপোর্ট এখন জমা পড়েছে। কিন্তু এখন রিপোর্ট পড়ে শুনানি করার সময় আমাদের নেই। বুধবার ফের মামলার শুনানি হবে।
তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, মাত্র ১ পাতার রিপোর্টে একটি তালিকা রয়েছে মাত্র। শুনে বিচারপতি বলেন, আমাদের কিছু করার নেই। পদ্ধতি মেনে সবাইকে কাজ করতে হবে।
ইডির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। শুনানিতে পার্থর আইনজীবী বলেন, যার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়ে গেলে পার্থবাবু আর কী দোষ করলেন?