স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। বুধবার আলিপুরের বিশেষ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন দু’জনই। একই সঙ্গে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন জানান।
আরও পড়ুন: পরেশ অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর বাড়িতে CBI হানা, শোরগোল জলপাইগুড়িতে
সিবিআই ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। তদন্তে অভিযোগ উঠে আসে, প্রাক্তন মন্ত্রী প্রভাব খাটিয়ে মেয়েকে বেআইনিভাবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এই মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকায় তাঁর নামও অন্তর্ভুক্ত হয়। বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান পরেশ ও অঙ্কিতা। আদালত সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে জারি হওয়া সমনের ভিত্তিতেই হাজিরা দেন তাঁরা।
একই দিনে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও তৎকালীন আপ্তসহায়ক সুকান্ত আচার্য। তিনিও জামিনের আবেদন করেন। পাশাপাশি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় হাজির হন কমিশনের একাধিক আধিকারিক ও বেসরকারি সংস্থার কর্তারা। তাঁদের বিরুদ্ধেও আগে থেকেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই।