মৃত তরুণের অঙ্গে নয়া জীবন পেলেন তিনজন। হাওড়ার তরুণ ২৩ বছরের পুষ্কর পালের মর্মান্তিক মৃত্যুর পর তাঁর অঙ্গদান করার সিদ্ধান্ত নেয় পরিবার। পরে তিনজনের শরীরে সেই অঙ্গ প্রতিস্থাপিত করা হয়।
আরও পড়ুন: ‘অন্যের মধ্যে বেঁচে থাকবে জয়েশ’ পথ দুর্ঘটনায় মৃত যুবকের অঙ্গে নতুন জীবন ৪ জনের
গত বৃহস্পতিবার রাতে বন্ধুদের বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন পুষ্কর। বাইক চালানোর সময় একটি লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ঘটনায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে দ্রুত রেফার করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে।
চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালালেও শুক্রবার সকাল থেকে তাঁর মস্তিষ্ক নিস্তেজ হতে শুরু করে। শেষমেশ শনিবার রাতে তাঁকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা হয়। সেই মুহূর্তে পুষ্করের পরিবার যা করলেন, তা সহজ নয়। তাঁরা সিদ্ধান্ত নেন, ছেলের অঙ্গগুলি দান করবেন, যাতে পুষ্কর অন্যের মধ্যে বেঁচে থাকতে পারে। জানা গিয়েছে, রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (রোটো)-এর তত্ত্বাবধানে রবিবার সফল অস্ত্রোপচারের মাধ্যমে পুষ্করের লিভার ও দুটি কিডনি তিনজন রোগীর শরীরে প্রতিস্থাপিত হয়।