সিওপিডি অ্যাজমা আছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বরের রাত দখলের কর্মসূচিতে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছিল এক বৃদ্ধকে। এদিকে সঙ্গে সব সময় অক্সিজেন সিলিন্ডার থাকে বলে আগুন তার জন্যে খুবই বিপদজনক। এদিকে ধোঁয়াও তাঁর শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তবে এই সবের তোয়াক্কা না করেই রাস্তায় নেমে পড়েন বৃদ্ধ। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দাবি করা হচ্ছে, ঘটনাটি হরিদেবপুরের করুণাময়ী অঞ্চলের। (আরও পড়ুন: আলিপুরদুয়ারে পুলিশের গলাতেও 'উই ওয়ান্ট জাস্টিস', ভাইরাল হল ভিডিয়ো)
আরও পড়ুন: 'DC সেন্ট্রালকে গ্রেফতার করা হোক', ইন্দিরার নামে মারাত্মক অভিযোগে চিঠি CBI-তে
(আরও পড়ুন: RG কর কাণ্ডে প্রশ্নবিদ্ধ পুলিশ, 'ভাইরাল ভিডিয়ো' নিয়ে বিস্ফোরক নির্যাতিতার আন্টি)
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই বৃদ্ধ হাতে মোমবাতি নিয়ে রিক্সায় বসে। রিক্সার পাদানিতে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। তিনি খুব কষ্ট করে নিশ্বাস নিচ্ছেন। তার মধ্যেই যেন প্রতিবাদী স্বর রয়েছে। কাঁপা কাঁপা হাতে মোমবাতি মাঝে মাঝে নাড়াচ্ছেন। কখনও আবার রিক্সার একটা দিক ধরছেন। তবে তিনি তাঁর প্রতিবাদ ব্যক্ত করতে রাস্তায় নেমেছেন। যা দেখে কুর্নিশ জানাচ্ছে নেটিজেনরা। এদিকে বাংলা জুড়ে বহু জায়গাতেই ৮ থেকে ৮০ সবাইকে পথে নামতে দেখা যায় গত ৪ তারিখের রাতে। এরই মাঝে বহু জায়গায় হয় অশান্তি।