ফ্লোরিডা থেকে কলকাতার বাড়িতে ফিরে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানকার পহেলগাঁওতে খুন হতে হয়েছে বিতান অধিকারীকে। স্ত্রী সন্তানের সামনে খুন করা হয় বিতানকে। একের পর এক গুলি চালায় জঙ্গিরা। এবার সেই বিতান অধিকারীর বৈষ্ণবঘাটার বাড়িতে গেল এনআইএ।
শনিবারই পশ্চিমবঙ্গে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থা। শনিবারই তারা গিয়েছিলেন পহেলগাঁওতে মৃত অপর পর্যটক সমীর গুহর বাড়িতে। আর রবিবার এনআইএর টিম যায় বিতান অধিকারীর বাড়িতে।
সূত্রের খবর বিতান অধিকারীর বাড়িতে গিয়ে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আসলে ঘটনাস্থলে সেই সময় বিতানের স্ত্রী ছিলেন। জঙ্গিরা ঠিক কী বলেছিল, কোন দিক থেকে এসেছিল, কোন দিকে পালিয়ে যায়, তাদের চেহারা কেমন ছিল এমনই কিছু বিবরণ নোট করেন এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর এমনটাই। সূত্রের খবর, রবিবারই তাঁরা গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করে তাঁরা পাঠিয়ে দেবেন তাঁদের অফিসে।
সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে চলছে জোর তল্লাশি। তবে তাদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য হাতে পেতে মরিয়া তদন্তকারী সংস্থাগুলি। ইতিমধ্য়েই কাশ্মীরে একাধিক সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। মূলত জঙ্গিদের যাবতীয় ঘাঁটিকে ভেঙে দেওয়ার জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসবের মধ্য়েই এবার বিতান অধিকারীর বাড়িতে গেলেন এনআইএ অফিসাররা।
এবার জেনে নেওয়া যাক এর আগে বিতানের স্ত্রী ঠিক কী বলেছিলেন?
তিনি এর আগে বলেছিলেন, 'আওয়াজ হচ্ছিল। ও( বিতান অধিকারী) বলছে হয়তো বাজির শব্দ। হতে পারে মিলিটারিরা অনেক সময় প্র্যাকটিশ করে। বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে এভাবে টেনে…আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল। সেকারণে কাদাও ছিল। টেনে আ আ করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। পেছনে ফিরতেই দেখি একটা লোক দৌড়চ্ছে. এই আপনি আর আমার মধ্য়ে যেমন দূরত্ব… আর ডান …শেষ …পড়ে গেল। আমার পেছনে যারা ছিল…মারল আর পড়ে গেল। সবাই গিয়ে একটা জায়গায় বসে পড়লাম। আমার বাচ্চা তো ছোট। ওগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে। ও বলছে মা ফায়ার…ইটস সো লাউড সাউন্ড…ও তো কাঁদছে…আমার হাজব্যান্ড একটু নার্ভাস হয়ে গিয়েছিল। ও বুঝতে পারেনি যে টেররিস্ট অ্যাটাক হয়েছে। টেররিস্টরা চলে এসেছিল। ওর টুপিতে ক্যামেরা ছিল। বলছে কারা কারা মুসলিম সরে যান…কারা কারা মুসলিম সরে যান…কারা কারা মুসলিম সরে যান….কারা কারা হিন্দু আছে বলুন…আমার হাজব্যান্ড আ আ করছিল। আমি সামনে ছিলাম যাতে ওর কিছু না হয়। কিন্তু এখানে গুলি করেছে আমি দেখিনি। ওরা দুটো গুলি করেছে। আমি ভাবছিলাম যা হয় আমার ওপরে হোক। আমার হাজব্যান্ড, বাচ্চার যাতে কিছু না হয়…কিন্তু যখন দেখেছে যখন আমি গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি পুরুষদের টার্গেট করেছিল।'