উচ্চমাধ্যমিক পরীক্ষার নানা বিষয় নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে বলা হয়েছে ৩ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেটা চলবে ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। কিছু মাইনর বিষয়ে যেমন মিউজিক সহ অন্যান্য ভোকেশনাল সাবজেক্টের জন্য সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫- রেগুলার সিস্টেমের এটা শেষ পরীক্ষা। এরপর থেকে সেমেস্টার ভিত্তিতে হবে।
এবারের পরীক্ষা কয়েকটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য।
অ্যাডমিট কার্ড
অ্য়াডমিট কার্ডে থাকছে পরীক্ষাকেন্দ্রের নাম। অর্থাৎ কোথায় সিট পড়বে সেটা লেখা থাকছে। অনেকদিন ধরেই ভেন্যুর নাম থাকত না। এবার অ্যাডমিট কার্ডেই থাকছে পরীক্ষাকেন্দ্রের নাম।
প্রশ্নপত্র
'কনফিডেশিয়াল প্রশ্নপত্র সমস্ত রিজিয়নে চলে গিয়েছে। উত্তরবঙ্গ রিজিওনাল অফিস সহ সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছে। পুলিশ স্টেশনে বা ট্রেজারিতে চলে গিয়েছে। পরীক্ষা কেন্দ্র অনুসারে, তারিখ অনুসারে প্যাকেজিং থাকবে এবারের প্রশ্নপত্র। প্রত্যেকটা পরীক্ষাকেন্দ্রের জন্য় আলাদা করে প্রশ্নে প্যাকেট থাকবে।
প্রশ্নপত্র এবার ভেনু সুপারভাইজারের ঘরে খোলা হবে না। এবার ছোট প্য়াকেটে থাকবে প্রশ্নপত্র। ফলে যে ঘরে যতগুলি প্রয়োজন সেই অনুসারে প্যাকেট দেওয়া হবে। প্রশ্নপত্র সরাসরি ৯টা ৫৫ মিনিটে খোলা হবে। পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্ন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন থাকে তেমনটাই করা হয়েছে।
প্রশ্নপত্রে ডিজিটালি সিরিয়াল নম্বরে থাকবে। সিরিয়াল নম্বরটি উত্তরপত্রে লিখতে হবে। প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর উত্তরপত্রের মাথার নির্দিষ্ট জায়গায় লিখতেই হবে।
যাতে প্রশ্নপত্রের ছবি তুলে কপি না করা যায় তার জন্য়ও বিশেষ সুরক্ষা থাকবে।
মেটাল ডিটেক্টর
সমস্ত পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। মোবাইল নিয়ে একেবারে জিরো টলারেন্স নীতি থাকবে। মেটাল ডিটেক্টর প্রত্যেক কেন্দ্রে পৌঁছে যাবে। এগুলি নিয়ে চেকিং করা হবে।'
দুটি সিসি ক্যামেরা সমস্ত পরীক্ষাকেন্দ্রে রাখতেই হবে। প্রবেশদ্বারে ও প্রশ্নপত্র যেখানে থাকবে সেখানে সিসি ক্যামেরা রাখতেই হবে।
পরীক্ষার্থী সংখ্যা
এবার পরীক্ষার্থীর সংখ্য়া ৫ লাখ ৯ হাজার। গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। এবার ছাত্রের সংখ্য়া ৪৫.৩২ শতাংশ। ও ছাত্রীর সংখ্য়া ৫৪.৬৮শতাংশ। ছাত্রী সংখ্যা বেশি এবারও।
সমস্ত জায়গায় নির্দেশ দিয়েছি সমস্ত পরীক্ষাকেন্দ্রে মোবাইল নেই এটা নিশ্চিত করতে হবে। কমপক্ষে দুজন করে ইনভিজিলেটর রাখতেই হবে একটা রুমে। তবে পরীক্ষার্থীর সংখ্য়ার ভিত্তিতে তা বাড়তে পারে। মূল গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করতে হবে। জানিয়েছেন পর্ষদ কর্তা।