বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: মেয়ো রোড-লেনিন সরণি-সহ একাধিক নাম বদলের দাবি, মেনে নিয়ে কী বললেন শুভেন্দু?
পরবর্তী খবর
Suvendu Adhikari: মেয়ো রোড-লেনিন সরণি-সহ একাধিক নাম বদলের দাবি, মেনে নিয়ে কী বললেন শুভেন্দু?
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2023, 10:06 AM ISTChiranjib Paul
ধর্মতলায় কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে ধর্মপুজোর আয়োজন করা হয়েছে। শনিবার সেই অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁর কাছে দাবি করা হয় কয়েকটি নাম পরিবর্তনের।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (ছবি পিটিআই)
রাজ্যে ক্ষমতায় এলে কী উত্তরপ্রদেশের মতো নাম বদলের রাস্তায় হাটবে বিজেপি? শনিবার সে রকমই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মতলায় এক একটি ধর্মীয় সংগঠন ধর্ম ঠাকুরের পুজোর আয়োজন করেছে। সংগঠনের পক্ষ থেকে দাবি হয় মেয়ো রোড-লেনিন সরণি ও এসপ্ল্যানেড মেট্রোর স্টেশনের নাম পরিবর্তনের। সেই দাবি মেনে নেন বিরোধী দলনেতা। সংগঠনকে আশ্বাস দেন তিনি তাঁর উদ্যোগ নেবেন নাম পরিবর্তনের।
ধর্মতলায় কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে ধর্মপুজোর আয়োজন করা হয়েছে। শনিবার সেই অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁর কাছে দাবি করা হয়, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ধর্মতলা মেট্রো স্টেশন করার, চৌরঙ্গি থেকে শহিদ মিনারগামী মেয়ো রোডের নাম ধর্মরাজ সরণি করা, মৌলালি থেকে ধর্মতলাগামী লেনিন সরণির নাম বদলে ধর্মতলা রোড করা। এর সঙ্গে সংগঠনের দাবি ধর্মতলায় নিয়মিত ধর্মপুজো করা। পুজো উদ্যোক্তারা বলেন, ‘আমরা ধর্মতলার যে প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস রয়েছে তা জাগরিত করার জন্যই আমরা এই পুজোর ব্যবস্থা করেছি। ধর্মঠাকুরের পুজোর জন্যই একদিন এই অঞ্চলের নাম হয়েছিল ধর্মতলা। তাই আমরা চাই নাম পরিবর্তনের পাশাপাশি এখানে নিয়মিত ধর্মপুজো হোক।'
এই সব দাবিকেই সমর্থন করেন শুভেন্দু। তিনি বলেন এসপ্ল্যানেড মেট্রো স্ট্রেশনের নাম বদলের বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। অন্য দাবিগুলি রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় এলে কার্যকর করা হবে। বিরোধী দলনেতা বলেন, 'এ রাজ্যে যোগী আদিত্যনাথের মতো জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এলে বাকি নামগুলির লেনিন সরণির নাম ধর্মতলা রোড এবং মেয়ো রোডের নাম ধর্মরাজ সরণি করা হবে।'
শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছে শাসকদল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'নামবদল বিজেপির জিনগত। যা কিছু একটা বলে দিলেই হলো। যে কোনও জায়গার একটা ঐতিহ্যে থাকে। লেনিনের সঙ্গে আমাদের মত বিরোধ থাকতে পারে, কিন্তু তাঁর আদর্শের প্রভাব বিশ্বজুড়ে। তাঁর আন্দোলনকে স্বীকৃতি দিয়ে কোথাও লেনিন সরণি নাম থাকলে তা ধর্মের যুক্তিতে বদলে ফেলা অযৌক্তিক।'