গতকালই জানা যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে জঙ্গিরা। এর জন্যে নাকি তাঁর বাড়ি রেইকি করেছিল মুম্বই হামলার চক্রী। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল পুলিশ। সোমবার এই বৈঠক হয়। তাতে ছিলেন সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা। বৈঠকে উপস্থিত পুলিশ আধিকারিকদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলার দুই নেতার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এই আবহে মমতা এবং অভিষেকের রাজনৈতিক জনসভাগুলিতে তল্লাশি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সভাস্থলের পাশে থাকা কোনও বহুতল থাকলে, তা থেকে নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। (আরও পড়ুন: আমূল বদলে গেল নিয়ম, দেশের সকলকে স্বাস্থ্য বিমার আওতায় আনতে নির্দেশিকা IRDAI-এর)
আরও পড়ুন: বাড়ি থেকে কাজ করলে মিলবে না ভ্যারিয়েবল পে, কড়া নির্দেশ এই ভারতীয় IT সংস্থার
উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। রিপোর্ট অনুযায়ী, এই রাজারাম রেগ কলকাতায় এসেছিল কয়েকদিন আগেই। শেক্সপিয়ার সরণির একটি হোটেলে থাকছিল সে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ’র মোবাইল নম্বর জোগাড় করার চেষ্টায় ছিল সে। পরে কলকাতা পুলিশ তদন্তে নেমে মুম্বই থেকে গ্রেফতার করে তাকে।
আরও পড়ুন: '১০ লাখ চাকরি…', SSC মামলায় চাকরিহারাদের 'জীবনের ঝুঁকি' না নেওয়ার আর্জি মমতার
পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, রাজারাম রেগে একসময় শিবসেনা নেতা ছিল। ২৬/১১ মুম্বই হামলার তদন্তে তার নাম উঠে আসে। এই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শিকাগোতে যখন বিচার চলছিল তখন তিনি বলেছিলেন এই রাজারামের নাম। ডেভিডের দাবি ছিল, রাজারামের সঙ্গে শিবসেনা ভবনের বাইরে সে দেখা করেছিল। দাবি করা হচ্ছে, এহেন রাজারাম সম্প্রতি অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করে এবং তার পরই অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যায়। অন্যদিকে রাজারাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রেইকি করেছিল বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর অভিষেকের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। নিরাপত্তা বৃদ্ধি করা হতে চলেছে মুখ্যমন্ত্রীরও।