এবার কি লোকসভা নির্বাচনে একা লড়বে বামেরা? এই প্রশ্ন এখন রাজ্য–রাজনীতিতে চর্চিত হচ্ছে। কারণ কংগ্রেস ডেডলাইন অনুযায়ী সাড়া দেয়নি। আর আইএসএফ যে পরিমাণ আসন চেয়েছে তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সিপিএম। তারপরই এককভাবে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আজ, বৃহস্পতিবার ঘোষণা হতে চলেছে বামেদের সেই একক প্রার্থী তালিকা। ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশ থেকে ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে বাংলার ২৩টি আসনের প্রার্থী এখনও ঘোষণা হয়নি। সুতরাং কংগ্রেস, আইএসএফ ও বামফ্রন্টের মধ্যে জোটে জট অব্যাহত।
এদিকে বামেরা আর অপেক্ষা করতে চাইছে না। তাই আজই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। তবে সেখানে কিছু জায়গা ফাঁকা রাখতে পারে। যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে তাদের প্রার্থী দেওয়া হবে। আবার আইএসএফের প্রার্থী পরে দেওয়া হতে পারে। কিন্তু যদি দেখা যায়, ৪২টি আসনেই বামেরা প্রার্থী ঘোষণা করছে তাহলে বাকিদের সঙ্গে জোট সেগুড়ে বালি। তবে কংগ্রেসকে ৭টি আসন ছাড়তে পারে বামেরা বলে জানা যাচ্ছে। বামফ্রন্টের বৈঠক হয়ে গিয়েছে। সেখানে সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক–সহ শরিকরা ছিল। সেখানেই সিদ্ধান্ত হয় এগিয়ে যাওয়ার। বসিরহাটে সিপিএম প্রার্থী দেবে বলে খবর।
আরও পড়ুন: ‘দিলীপ ঘোষ মানসিকভাবে ভেঙে পড়েছেন’, প্রকাশ্যে দাবি করলেন জুন মালিয়া
অন্যদিকে এই প্রার্থী তালিকা তৈরি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কোন প্রার্থী কোন লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন—সেটা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। দমদম, যাদবপুর এই আসনগুলিতে প্রার্থী ঠিক হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সুজন চক্রবর্তীকে এবার দমদম কেন্দ্র থেকে প্রার্থী করছে সিপিএম। সুতরাং তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সৌগত রায়ের বিরুদ্ধে। যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। তার বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে সৃজন ভট্টাচার্যকে। আর বিজেপি এখানে প্রার্থী করেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। সুতরাং যাদবপুর এবং দমদম নজরকাড়া কেন্দ্র হয়ে উঠছে বলা যায়।