পাসপোর্টে পুলিশি যাচাইয়ে গড়িমসি, নির্দিষ্ট সময় বেঁধে দিল লালাবাজার
1 মিনিটে পড়ুন Updated: 03 Nov 2023, 12:56 PM ISTChiranjib Paul
পাসপোর্টে পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে দীর্ঘসূত্রিতা একটি বড় অভিযোগ। তাছাড়া পুলিশি যাচাই করতে গিয়ে টাকা নেওয়া অভিযোগ রয়েছে লালবাজারের কাছে।
২০ দিনের মধ্যে পাসপোর্টের পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করতে হবে।
পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল লালবাজার। বৃহস্পতিবার সব থানাকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ২০ দিনের মধ্যে পাসপোর্টের পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে, যে সব পাসপোর্টের পুলিশি যাচাইয়ের কাজ আটকে রয়েছে তা ৭ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
পাসপোর্টে পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে দীর্ঘসূত্রিতা একটি বড় অভিযোগ। তাছাড়া পুলিশি যাচাই করতে গিয়ে টাকা নেওয়া অভিযোগ রয়েছে লালবাজারের কাছে। অনেক ক্ষেত্রে পুলিশের দেরির কারণে পাসপোর্ট পেতেও দেরি হয়ে যায়। থানার ওসিদেরও নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পুলিশ অফিসার যাতে ২০ দিনের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন তা নজরে রাখতে হবে।
জানা গিয়েছে, নগরপাল বিনীত গোয়েল এই নির্দেশিকা জারি করেছেন। বৃহস্পতিবার সব থানাকে জানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্টে পুলিশি যাচাই নিয়ে কোনও রকম দীর্ঘসূত্রতা সহ্য করা হবে। এ নিয়ে যদি কোনও অভিযোগ আসে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।