অস্বাভাবিক মৃত্যু। বিজেপির নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের পুত্র প্রীতম দাসগুপ্তের অস্বাভাবিক মৃত্যু। সাপুর্জি আবাসনের ই ব্লকের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তাঁর নিথর দেহ।
গোটা ঘটনায় রহস্য একেবারে চরমে উঠেছে। ২৬ বছর বয়সি সৃঞ্জয় ওরফে প্রীতম আইটি সেক্টরে কর্মরত ছিলেন। যেদিন মা রিঙ্কুর বিয়ে হয়েছিল সেদিন তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন তিনি খুশি। কিন্তু তিনি বিয়ের অনুষ্ঠানে ছিলেন না। তবে এই কয়েকদিন কী এমন হল যে মৃত্যু হল রিঙ্কুর ছেলের?
গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
এবিপি আনন্দের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে রিঙ্কু মজুমদারের মামা ফোনে বলেছেন, কালকে আসার কথা ছিল। কিন্তু অফিস থেকে এসে টায়ার্ড হয়ে পড়েছিল। ফোনে বলল সকালে আমি রাস্তায় দাঁড়াব। আমায় তুলে নিও। আমি বললাম ঠিক আছে ওখানে দাঁড়াবি আমি তুলে নেব। তারপর সকালে যখন ফোন করলাম …ভাবলাম হয়তো ঘুমোচ্ছে। তারপর খবর পেলাম এই ঘটনা হয়েছে। তবে মা বিয়ে করায় খুবই খুশি ছিল। কোন বদল দেখিনি ওর মধ্য়ে। খুশি বেশি করে ছিল বিয়ে হওয়ার খবরে। বলেন রিঙ্কুর মামা।