শহরের ফ্লাইওভারগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মা ফ্লাইওভার। প্রতিদিনই এই ফ্লাইওভারের রাস্তা পরিষ্কার করা হয়ে থাকে। সাধারণত কর্মীরা এই ফ্লাইওভারের রাস্তা পরিষ্কার করে থাকেন। তবে এবার থেকে কর্মীদের পরিবর্তে সম্পূর্ণ যান্ত্রিকভাবে এই ফ্লাইওভারের রাস্তা পরিষ্কার করা হবে। এর জন্য ব্যবহার করা হবে রোড সুইপিং মেশিন। তার সাহায্যে প্রতিদিন মা ফ্লাইওভারের রাস্তা পরিষ্কার করা হবে বলে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) সূত্রে জানা গিয়েছে।
কেএমডিএ–এর কর্মকর্তারা জানিয়েছেন, জার্মান প্রযুক্তির এই রোড সুইপিং মেশিন প্রতিদিন সকালে ফ্লাইওভারের ক্যারেজওয়েতে কাজ করবে। প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দু'ঘণ্টা ধরে এই মেশিনটির সাহায্যে ফ্লাইওভারের রাস্তা পরিষ্কার করা হবে। উল্লেখ্য, এটি হল রাস্তা পরিষ্কার করার উন্নত মেশিন, যা সামনের দিকে যাওয়ার সময় ঝাড়ু দিয়ে সব ধরণের ধুলো এবং অন্যান্য বর্জ্য পরিষ্কার করে থাকে। এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং দ্রুত রাস্তা পরিষ্কার করা হবে তাও আবার লোকবল ছাড়াই। শুধু তাই নয়, এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।
রাস্তায় থাকা ধুলো এবং বর্জ্য মেশিনের চেম্বারের ভিতরে জমা থাকবে। রাস্তা পরিষ্কার করা হয়ে গেলে চেম্বারটি খুলে ধুলো এবং অন্যান্য বর্জ্য বাইরে ফেলা যাবে৷ এছাড়াও, এমন কর্মী থাকবেন যারা মেশিনটিকে পরিষ্কার করতে সাহায্য করবেন। কেএমডিএ-র একজন আধিকারিক বলেছেন, প্রতিদিন পরিষ্কার করার ফলে ফ্লাইওভারের ড্রেনেজগুলি বর্জ্য এবং ধুলো জমে যাওয়া থেকে রক্ষা পাবে। তাছাড়া, অনেক ক্ষেত্রেই কর্মীদের সাহায্যে ফ্লাইওভার পরিষ্কার করার সময় দুর্ঘটনা ঘটে। সেই ধরনের দুর্ঘটনাও ঘটবে না। ইতিমধ্যেই এই মেশিন পরিচালনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে । তারা সারা বছর এই মেশিনের সাহায্যে রাস্তা পরিষ্কার করবে। কয়েক সপ্তাহের মধ্যেই মেশিনটি কলকাতায় আনা হবে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে। গত বছর কর্তৃপক্ষ পুরো ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থাকে নতুন করে সাজিয়েছিল। তারপরেও বেশকিছু জায়গায় জল জমছে। বিশেষ করে ভারী বৃষ্টির সময় ফ্লাইওভারের থাকা জল দ্রুত নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। ধুলো এবং বর্জ্যের ফলে বেশিরভাগ পাইপ বন্ধ হয়ে গিয়েছে। এই মেশিনের সাহায্যে রাস্তা পরিষ্কার হলে পাইপে বর্জ্য জমার সম্ভাবনা কম থাকবে বলে মনে করছে কেএমডিএ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup