রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিধাননগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তাঁর স্ত্রীর সঙ্গে জ্যোতিপ্রিয়র পরকিয়া সম্পর্ক রয়েছে। যে জন্য স্ত্রীর লাগাতার নির্যাতনের শিকার তিনি। এমনকী স্ত্রীর নির্যাতন সইতে না পেরে মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন তিনি। অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি নন্দিনী।সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়োয় জয়ব্রতবাবু জানিয়েছেন, ১৯৯৪ সালে আমাদের বিয়ে হয়। ২০১৭ সালে আমার হার্ট অ্যাটাক হয়। তার পর থেকে বাগুইআটির বাড়ি ছেড়ে কল্যাণীতে থাকতে শুরু করি। তখন থেকেই নন্দিনীর সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠতা বাড়ে। যখন তখন আমাদের বাড়িতে যাতায়াত শুরু করেন তিনি। পরিস্থিতি এমন হয় যে নিজের স্ত্রীর সঙ্গে আমিই কথা বলার সুযোগ পেতাম না।জয়ব্রতবাবুর দাবি, ২০১৭ সালে জ্যোতিপ্রিয়র সঙ্গে দার্জিলিং বেড়াতে যান নন্দিনী। তার পর ২০২১ সালে পুরসভা নির্বাচনের টিকিট পান তিনি। এর পর থেকে ওর চালচলন বদলে যায়। নতুন ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যান স্ত্রী। ফ্ল্যাট কেনার টাকা কোথা থেকে পেলেন আমি জানি না। ফ্ল্যাট কোথায় কিনেছে তাও জানায়নি। গত সেপ্টেম্বরে অনেক খুঁজে আমি ওর ফ্ল্যাটে যাই। ও আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করে। এর পর শুনি আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছে।অভিযোগের সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেননি নন্দিনী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জয়ব্রতর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এর থেকে বেশি কিছু বলব না।