আদালতের নির্দেশে সিসিটিভি ক্যামেরার নজরদারি উঠতেই SSKM হাসপাতালে গিয়ে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বাবা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করলেন মেয়ে প্রিয়দর্শিনী। শনিবার সকালে জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিক ও মেয়ে প্রিয়দর্শিনীকে কার্ডিওলজি বিভাগে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে বেরিয়েও আসেন তাঁরা। তবে হাইকোর্টের নির্দেশ মতো ED-র অনুমতি নিয়ে তাঁরা জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করেছেন কিন না তা অবশ্য জানা যায়নি। এব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি ২ জনের কেউই।শুক্রবারই SSKM হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খোলার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বদলে কেবিনে সিআরপিএফ জওয়ান মোতায়েনের নির্দেশ দেন তিনি। জানান, জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে গেলে ED-র অনুমতি নিতে হবে। এছাড়া কেবিনের সামনে রেজিস্ট্রার খাতা রাখবে সিআরপিএফ। সেখানে নাম নথিভুক্ত করে তবেই ঢোকা যাবে মন্ত্রীর কেবিনে।সেই নির্দেশ মেনে শুক্রবারই খুলে ফেলা হয় বালুর কেবিনের সিসিটিভি। আর ক্যামেরা সরতেই হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গেলেন মেয়ে। শনিবার সকালে SSKM হাসপাতালের হৃদরোগ বিভাগে ঢুকতে দেখা যায় জ্যোতিপ্রিয়র মেয়ে তথা উচ্চশিক্ষা দফতরের সচিব প্রিয়দর্শিনী মল্লিককে। সঙ্গে ছিলেন তাঁর জ্যেঠা দেবপ্রিয় মল্লিক। কিছুক্ষণ পর বেরিয়ে আসেন ২ জনেই। এর পর তাঁরা মেডিক্যাল সুপারের ঘরে যান।কেন তিনি বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তা জানাননি প্রিয়দর্শিনী। এমনকী পদ্ধতি মেনে তিনি দেখা করেছেন কি না সেই প্রশ্নের মুখেও নির্বাক ছিলেন তিনি। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি।