মদের আসরে হাসতে হাসতে বসেছিল তারা। কিন্তু সেটাই রক্তাক্ত হয়ে উঠল। এমনকী এক বন্ধু অপর বন্ধুকে খুন করল বলে অভিযোগ। কারণ একজনের সঙ্গে অপরজনের বচসার জের। আর তা থেকেই ভয়ঙ্কর হয়ে উঠল মদের আসর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনা করতে পারেনি। খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে যুবককে বলে অভিযোগ। একেবারে শহরের বুকে জোড়াসাঁকোয় এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ।
কেমন করে খুন করা হয়েছে? প্রথমে বচসা শুরু হয়। তা থেকে একে অপরকে হুমকি দেওয়া হয়। আর তারপর মারপিঠ শুরু হয়ে দু’জনের মধ্যে। নেশাগ্রস্ত হয়ে থাকায় কেউ খুব স্থিতিশীল ছিল না। তার মধ্যে এক বন্ধু অপর বন্ধুকে কাচের বোতল ভেঙে গলায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এভাবেই বন্ধুকে খুনের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে খাস কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায়। আজ, বৃহস্পতিবার ওই যুবকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্ত করার জন্য। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস, ডাক মিছিলের
বিষয়টি ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ফয়জল ফারহিম। বুধবার রাতে জোড়াসাঁকো থানার মদনমোহন বর্মন স্ট্রিটে ফয়জল বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন। সেখানেই একটি বিষয় নিয়ে সামান্য বচসা শুরু হয়। তারপর সেটা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই যুবক। তখনই এক বন্ধু ফয়জলের গলায় মদের বোতল ভেঙে ঢুকিয়ে দেয়। এটা করতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক ফয়জল। এমন অবস্থা দেখে ওই যুবক বিপদ ঘটে গিয়েছে বুঝে যায়। অভিযুক্ত এবং তার সঙ্গীরা এলাকা থেকে চম্পট দিয়েছে। তারপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।