বাাংলাদেশের পতাকার অবমাননার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেফতার ৩ যুবককে মুক্তি না দিলে তীব্র আন্দোলনের ডাক দিনের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধঘ ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত এক সভা শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ভারতের পতাকার অবমাননা হতে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পদক্ষেপ করেন না। কিন্তু বাংলাদেশের পতাকার বিরুদ্ধে প্রতিবাদ জনানোয় ৩ জনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ। এদের মুক্তি না দিলে আমরা বারাসতেও আন্দোলন করব।
বাংলাদেশে ভারতের পতাকার অবমাননার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বারাসত স্টেশনে বাংলাদেশের পতাকা পায়ে মাড়াতে দেখা যায় ৩ যুবককে। আর্য দাস, সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায় নামে ওই তিন যুবককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ। ধৃতরা বজরং দলের সদস্য বলে জানা গিয়েছে।
বলে রাখি বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে ভারতীয় পতাকা এঁকে রাখা হয়েছে। তার ওপর দিয়েই যাতায়াত করছেন ছাত্রছাত্রীরা। ভারতীয় জাতীয় পতাকার এই অবমাননার অভিযোগে এখনও সেদেশে কেউ গ্রেফতার হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
স্থানীয় বজরং দলের এক নেতা বলেন, ‘আমরা ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ করছিলাম। ধৃতদের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন হবে।’