
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আবার হাওড়ায় আগুন লাগল। হাওড়া ব্রিজের কাছে ফুল বাজারের ঢিল ছোড়া দূরত্বে বিধ্বংসী আগুন লেগেছে। সেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। পি–২১০ স্ট্র্যান্ড রোডের কাছে একটি দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে ফুলের বাজারে। কেমন করে এই আগুন লেগেছে সেটা এখনও কিছু জানা যায়নি। আজ, রবিবার দুপুরে ফুলের বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ছোটে দমকল বাহিনী। ওই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে পাঁচটি ইঞ্জিন। কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
সম্প্রতি বি–গার্ডেন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতে আবার আগুন লাগল হাওড়ায়। ফুলের বাজারে আগুন লাগার ঘটনায় আর্থিক ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ফুলের বাজারের কাছে এলাকায় আজ হোর্ডিং লাগানোর কাজ চলছিল। সেখানে ঝালাইয়ের কাজও হয়। তখন আগুনের ফুলকি উড়ে এসে পড়ে ফুলের দোকানে। তা থেকে আগুন ধরে যায় দোকানে। দোকান এলাকায় কিছু দাহ্য বস্তু থাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বাবাকে মারধর করে ঘরে বন্দি করল ছেলে, ১০০ ডায়াল করলেন বৃদ্ধ, উদ্ধারে আক্রান্ত পুলিশ শহরে
নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে হাওড়ার ফোরশোর রোডের একটি বিয়েবাড়িতে আগুন লেগেছিল। গঙ্গার ধারের ‘হাওড়া ভবন’ অনুষ্ঠান বাড়িতে তৈরি হওয়া একটি প্যান্ডেলের একাংশে আগুন লেগে যায়। তখন অনেক কষ্ট করে তা নেভাতে হয়। আর আজ, রবিবার আবারও হাওড়ায় আগুন লাগার ঘটনা ঘটল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের পাশাপাশি হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়তে অনেকগুলি দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে খবর।
এমনিতেই এখন ফুলের দাম আকাশছোঁয়া। তার উপর এমন ক্ষতি হয়ে গেলে ফুলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কয়েকদিনের মধ্যে বেশ কটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গত রবিবার উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তিতে আগুন লাগে। ১২ নভেম্বর ইএম বাইপাসের ধারে কালিকাপুরে ঝুপড়িতে আগুন লাগে। অ্যাক্রোপলিস মলেও আগুন লেগেছিল। নিমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার হাওড়ার ফুল বাজারে আগুন লাগল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports