কেন্দ্রীয় প্রকল্পগুলি সরেজমিনে খতিয়ে দেখতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনটি উপদেষ্টা কমিটি গড়েছেন। তৃণমূল কংগ্রেস সরাসরি কিছু না বললেও তাঁরা মনে করছেন বিজেপি নেতাদের অভিযোগের প্রেক্ষিতেই এমন কাজ করেছেন রাজ্যপাল। তবে নয়াদিল্লিতে পাঠানো কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যের রিপোর্ট এবং নথি গ্রহণযোগ্য হয়েছে।
বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস(ANI Photo)
সম্প্রতি বড়লাটের সুর বদল নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। আর তাতেই প্রশ্ন উঠেছিল, রাজভবন–নবান্ন সম্পর্ক কোন পথে? বিজেপি নেতারা বেশ খুশি হয়েছিলেন রাজ্যপালের ভূমিকায়। কারণ রাজ্যপাল নবান্নকে অন্ধকারে রেখে তিনটি উপদেষ্টা কমিটি গড়ছেন। এই নিয়ে যখন রাজনৈতিক আবহ সরগরম তখন সরকারি হাসপাতালেই ভরসা রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী তিনি কলকাতায় ডেন্টাল কলেজের ব্যবস্থাপনায় খুশি। সুতরাং বিরোধী বিজেপি যে রাজ্য সরকারের সব কিছুতেই সমালোচনা করে সেটা কার্যত ভোঁতা হয়ে গেল।
ঠিক কী ঘটেছে রাজ্যে? রাজভবন সূত্রে খবর, কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কখনও ব্যথা, কখনও শিরশির করছে রাজ্যপালের দাঁত। তাই নয়াদিল্লি থেকে কলকাতা ফিরেই দাঁত চিকিৎসা করতে যান বেসরকারি নার্সিংহোমে। কিন্তু সেখানে গিয়ে খরচ শুনে বেশ চমকে যান রাজভবনের বাসিন্দা। তখন তিনি সিদ্ধান্ত নেন, সরকারি হাসপাতালেই দাঁতের চিকিৎসা করতে যাবেন। আর যেমন সিদ্ধান্ত তেমন কাজ।