সুহৃতা পালকে কয়েকদিন আগেই সরানোর নির্দেশ দিয়েছে রাজভবন। তবে আজ শুক্রবার সেই খবর প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের বিবাদ প্রকাশ্যে এসেছে। রাজ্যের ১১ টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আদালতের নির্দেশের পরেই রাজ্যের একের পর এক উপাচার্যরা পদত্যাগ করেছেন। কিন্তু, এক্ষেত্রে ব্যতিক্রম হল স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পাল এখনও পদত্যাগ করেননি। সম্প্রতি এ নিয়ে উপাচার্যের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। আদালতের রায়ের কথা উল্লেখ করেই রাজ্যপাল ব্যাখ্যা চেয়েছিলেন কেন এখনও উপাচার্য পদত্যাগ করেননি। আর এবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একেবারে সরানোর নির্দেশ দিলেন রাজ্যপাল। এরফলে বলাই যায় রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের সংঘাত আরও বাড়ল।
প্রসঙ্গত, সুহৃতা পালকে কয়েকদিন আগেই সরানোর নির্দেশ দিয়েছে রাজভবন। তবে আজ শুক্রবার সেই খবর প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের বিবাদ প্রকাশ্যে এসেছে। রাজ্যের ১১ টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তারপর থেকেই রাজ্যপালের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে শিক্ষা দফতরের। এইভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগকে মেনে নিতে চাইছে না রাজ্য সরকার। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের নিয়োগ করা অস্থায়ী উপাচার্যদের স্বীকৃতি দেবে না রাজ্য সরকার। তার কারণ হিসেবে তিনি বলেন, রাজ্য সরকারকে না জানিয়েই উপাচার্যকে নিয়োগ করছেন।