যাদবপুরকাণ্ডের প্রতিবাদে নাগরিক মিছিল। সোমবার দুপুর ১ টা পর্যন্ত তারা ডেডলাইন দিয়েছে। তার মধ্য়ে আলোচনায় বসার দাবি তুলেছেন তারা। আলোচনায় না বসলে প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি তাঁরা দিয়েছেন। মামলা প্রত্যাহারের নির্দিষ্ট দাবি তারা তুলেছেন। সোমবার দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা সময় দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তার মধ্য়ে তারা আলোচনায় না বসলে বড় আন্দোলনের ডাক তারা দিয়েছেন। সব মিলিয়ে যাদবপুরে আন্দোলন এখন পুরোদমে।
আন্দোলনকারীরা বলেন, আমরা খবর পাচ্ছি একের পর এক পড়ুয়ার বাড়িতে পুলিশের চিঠি যাচ্ছে। এটার প্রতিবাদ আমরা জানাচ্ছি। অভয়া মঞ্চ সহ একাধিক মঞ্চ, শিক্ষকদের একাংশও এই মিছিলে অংশ নিচ্ছেন। মামলা প্রত্যাহারের দাবিতে এই মিছিল।
ইন্দ্রানুজ রায়ের বাবাও এই মিছিলে অংশ নিয়েছেন।
ইন্দ্রানুজের বাবা বলেন, ছাত্রদের দাবি অত্যন্ত জরুরী দাবি। ছাত্র সংসদ নির্বাচন সহ শিক্ষার ক্ষেত্রে জড়িত যে দাবি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক পথে এই দাবি আলাপ আলোচনার মাধ্যমে মেটানো হোক। তিনি জানিয়েছেন, ভিসি, প্রোভিসি যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা। যত দ্রুত আলোচনার দরজা খোলা যাবে ততই জটিলতা কাটবে। যে কোনও বিষয় আলোচনার মাধ্যমে জট কাটবে। সেই সঙ্গেই ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হোক।
এদিকে যাদবপুর কাণ্ডের পর থেকেই অরবিন্দভবনের সামনে আন্দোলনকারীরা ধর্না অবস্থান করছেন লাগাতার। তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হবে। আলোচনার মাধ্য়মেই জট কাটতে পারে বলে তারা আশাবাদী।