বিদায় বেলায় স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর সরকার। কার্যত স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকেই তিনি স্বীকৃতি দিলেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বোঝাতে গিয়ে তিনি বলেই ফেললেন, ' এখানে সুপারিশ প্রক্রিয়া আরও একটু স্বচ্ছ হলে ভালো হতো।' চাকরি প্রার্থীরা প্রথম থেকেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আসছেন। তারই মধ্যে প্রাক্তন চেয়ারম্যানের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে সরকার। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ লেগেই রয়েছে। একের পর এক দুর্নীতির ঘটনায় কলকাতা হাইকোর্টের সুপারিশের ভিত্তিতে শুভঙ্কর সরকারকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। তার জায়গায় স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান করা হয়েছে সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারকে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বোঝাতে গিয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘যে সময়টাই এই ঘটনা ঘটেছিল সেই সময়টাই আমি ছিলাম না। আমি এটুকুই বলতে পারি।এর বেশি কিছু মন্তব্য করতে পারবো না। তবে সুপারিশ প্রক্রিয়া আরও একটু ট্রান্সপারেন্ট হলে আমার মনে হয় ভাল হত।’ অন্যদিকে, নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতার উপরে জোর দিতে চাইছেন সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, 'যোগ্যপ্রার্থীরা যাতে নিয়োগ হন সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আমাদের প্রথম লক্ষ্যই হল স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা।'উল্লেখ্য, সোমবার এসএলএসটি নবম-দশমের নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান সরকারকে অপসারণের সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এরপরেই তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান করা হয় সিদ্ধার্থ মজুমদারকে।