নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে। এবার সেই জাল গোটাতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই এবার অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। তিনি অয়নের বান্ধবী বলেই ইডির হাতে তথ্য উঠে এসেছে। তাই তাঁকে আজই হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। আজ, বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতা করেন কিনা শ্বেতা সেটাই দেখার বিষয়।
এদিকে ইতিমধ্যেই অয়নের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির অফিসাররা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও পেয়েছেন তাঁরা। অয়নের টাকার উৎসের সন্ধান পেতে চলতি সপ্তাহে তাঁর গোটা পরিবারকেই তলব করেছে ইডি। বুধবার অয়ন শীলের মা–বাবাকে তলব করা হয়েছিল। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরাও দেন তাঁরা। শুক্রবার ইডির অফিসাররা তদন্তের স্বার্থে ডেকে পাঠিয়েছেন অয়নের স্ত্রী কাকলি শীল এবং তাঁর ছেলে অভিষেক শীলকে। আর আজ, বৃহস্পতিবার তলব করা হল শ্বেতা চক্রবর্তীকে।
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে অয়ন শীলের টাকা নানা জায়গায় গিয়েছিল বলে তথ্য পেয়েছে ইডি। এমনকী অয়ন শীলের প্রোডাকশনের একটি ছবিতে কাজ করেছিলেন এই শ্বেতা চক্রবর্তী। তখন থেকেই ঘনিষ্ঠতা বেড়েছিল। আবার তাঁকে নিয়ে একাধিক জায়গায় বেড়াতে গিয়েছিলেন অয়ন বলে ইডি সূত্রে খবর। তাছাড়া অয়নের কিনে দেওয়া একটি গাড়িও ব্যবহার করছেন শ্বেতা চক্রবর্তী বলে নথি পেয়েছে ইডি। তাই শ্বেতার সঙ্গে অভিযুক্তের আর্থিক লেনদেনের বিষয়ে জানতে মরিয়া গোয়েন্দারা। একই সঙ্গে গোয়েন্দাদের হাতে এসেছে শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্কের নথি। তাই সমস্ত তথ্য জানতে আজই তাঁকে তলব করেছে ইডি।
ঠিক কী তথ্য পেয়েছে ইডি? কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়র পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। বাবা প্রাক্তন স্বাস্থ্য বিভাগের কর্মী ছিলেন। ২০১৭ সাল থেকে অয়ন শীলের সঙ্গে আলাপ শ্বেতা চক্রবর্তীর। তারপর কালের গতিতে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় পৌঁছয়। অয়ন শীলের স্ত্রীর মাধ্যমেই মডেল শ্বেতার সঙ্গে পরিচয় হয়। অয়ন শীল পেশায় প্রোমোটিং ব্যবসা করতেন। আর অয়ন শীলের এই প্রোমোটিংয়ের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা চক্রবর্তী। শ্বেতার একটি গাড়ি কেনার সময় টাকা দিয়েছিলেন অয়ন বলে ইডি সূত্রে খবর। তাই ইডি অফিসাররা শ্বেতাকে তলব করেছে ইডি দফতরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup