ED Raid in Chit Fund Case: ফের বাংলায় ইডির হানা, একযোগে ১৫ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার নগদ কোটি টাকা
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2023, 09:25 AM ISTবাংলার দুই চিটফান্ড সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতার বিশিষ্ট আইনজীবী ও তাঁর আত্মীয়দের বাড়ি অফিস সহ একযোগে ১৫টি জায়গায় তল্লাশি চালাল ইডি। জানা গিয়েছে, এই তল্লাশি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি নগদ ১ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে।
একযোগে ১৫ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার নগদ কোটি টাকা (প্রতীকী ছবি - এএনআই)