মুর্শিদাবাদের সাগরদিঘি উপ-নির্বাচনের ভোটগ্রহণে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছিল বলেই তিনি দাবি করেছিলেন। তাই পঞ্চায়েতেও আবাদ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে আদালতে মামলা দায়ের করবেন বলে অধীর চৌধুরী জানিয়েছিলেন। সেইমতোই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল কংগ্রেস। দলের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। যদিও এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে পঞ্চায়েতে যাতে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাতে হয় তার জন্য আগে থেকেই হাইকোর্টে আর্জি জানালেন প্রবীণ কংগ্রেস সাংসদ। আজ সোমবার কংগ্রেসের তরফে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
শুধু পঞ্চায়েত ভোটের দিনই নয়, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ। অতীতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অশান্তির অভিযোগ উঠেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য এই আবেদন জানিয়েছেন সাংসদ। সেইসঙ্গে ৬ দফায় ভোটগ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি ভোটের সময় বুথে ভিডিয়োগ্রাফি করানোর আবেদন জানিয়েছেন এই প্রবীণ সাংসদ। কংগ্রেস সূত্রের খবর, আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এই মামলা লড়বেন।
প্রসঙ্গত, শুধু কংগ্রেসই নয়, বিজেপিও চাইছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট হোক। এনিয়ে গত ডিসেম্বরে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট করাতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হয়েছিল। কিন্তু ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে কেন্দ্র বাহিনীর নজরদারি না থাকায় নির্বাচন শান্তিপূর্ণ হয়নি। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছিল। তাই এবারের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে করানোর আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সম্পন্ন করার আর্জি জানিয়েছিলেন। যদিও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার উপর আগামী ৯ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। সেই স্থগিতাদেশ উঠে গেলেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup