এদিন মামলার সওয়াল জবাবের সময় বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী তাপস পালের প্রসঙ্গ তোলেন। বিদ্যুৎ চক্রবর্তী দুর্গাপুজো নিয়ে যে মন্তব্য করেছিলেন তা তেমন কিছুই বিতর্কিত ছিল না বলেই দাবি করতে গিয়ে তিনি তাপস পালের প্রসঙ্গ টানেন।
কলকাতা হাইকোর্টে তাপস পালের প্রসঙ্গ।
২০১৪ সালে নদিয়ার নাকাশিপাড়ার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের প্রয়াত সংসদ তাপস পাল মন্তব্য করেছিলেন, ‘ঘরে ঢুকিয়ে রেপ করে দেব।’ এত বছর কেটে যাওয়ার পরেও সেই মন্তব্যের রেশ যেন কাটেনি। তাপস পালের সেই মন্তব্যের প্রসঙ্গ উঠল কলকাতা হাইকোর্টে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একটি মামলায় এই প্রসঙ্গ উঠে আসে। বিশ্বভারতী প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলায় পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুলে ধরতে গিয়েই তাপস পালের প্রসঙ্গ টেনে আনেন আইনজীবী।
এদিন মামলার সওয়াল জবাবের সময় বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী তাপস পালের প্রসঙ্গ তোলেন। বিদ্যুৎ চক্রবর্তী দুর্গাপুজো নিয়ে যে মন্তব্য করেছিলেন তা তেমন কিছুই বিতর্কিত ছিল না বলেই দাবি করতে গিয়ে তিনি তাপস পালের প্রসঙ্গ টানেন। আইনজীবী জানান, তিনি তাপস পালের ওই বিতর্কিত মন্তব্যের মামলায় তাঁর আইনজীবী ছিলেন। কিন্তু, সেই ঘটনায় পুলিশ এফআইআর করেনি অথচ বিদ্যুৎ চক্রবর্তী এমন কিছু মন্তব্য করেনি যে তাতে এফআইআর করতে হবে। আইনজীবী বলেন, বাড়িতে দুর্গাপুজো হয়। সেখানে পুজোর ইতিহাস ব্যাখ্যা করেছেন বিদ্যুৎ। এটা কীভাবে বিরূপ মন্তব্য হতে পারে? তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। যদিও বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আগের ক্ষেত্রে ভুল হয়েছিল তার মানে এই নয় যে সেই ভুল চলতেই থাকবে।
উল্লেখ্য, বিদ্যুতের বিরুদ্ধে একাধিক মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে যেমন বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে তেমনি টোটো চালককে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। মাসখানেক আগে বিদ্যুৎ চক্রবর্তীর উপাচার্যের পদ থেকে মেয়াদ শেষ হওয়ার পরে তাকে একাধিক মামলায় ডেকে পাঠায় পুলিশ। তার মধ্যে একটি হল দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ।