ময়দান এবং এসপ্লানেড এলাকায় প্রায়ই অন্য রুটের বাস অবৈধভাবে পার্কিং করে থাকে। বিশেষ করে শিয়ালদা–হাওড়া অথবা রাজাবাজার–হাওড়া রুটের বহু বাঁশি অবৈধভাবে এসপ্লানেড, ময়দান এবং সংলগ্ন এলাকায় পার্কিং করে থাকে। এর ফলে যান চলাচলে সমস্যা হয়ে তেমনিই দূষণও হয়ে থাকে। এই সমস্যার সমাধানে পদক্ষেপ করতে চলেছে পুলিশ। এবার এই এলাকায় অবৈধভাবে বাস পার্কিং করা হলে জরিমানা করা হবে।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা খবর পেয়েছি কিছু বেসরকারি বাস মেয়ো রোডের কাছে অবৈধভাবে পার্কিং করছে। অন্য কিছু বাস হাওড়া স্টেশন, এসপ্লানেড এবং বাবুঘাটে পার্কিং করার কথা থাকলেও তার পরিবর্তে এসপ্লানেড ও ডালহৌসি এলাকার আশেপাশে পার্কিং করছে। বিশেষ করে সন্ধ্যা এবং রাতের দিকে ওই সমস্ত এলাকায় বাস বেশি পার্কিং করে থাকে। এই সমস্ত বাসগুলির মধ্যে রয়েছে ১২ সি/১, ৪০এ এবং ৭৭এ। এই রুটের বাসগুলি প্রতিদিনই নিয়ম লঙ্ঘন করে ওই সমস্ত জায়গায় পার্কিং করছে বলে জানতে পেরেছি।’ শুধু তাই নয়, বাসগুলি গন্তব্য স্থলে পৌঁছনোর আগেই পার্কিং করে দিচ্ছে বলে অভিযোগ। এরফলে যাত্রীদের সঙ্গে বাস চালক, কন্ডাক্টরদের বচসা বাড়ছে। এর ফলে দূষণ বাড়ার পাশাপাশি আদালতের আদেশ লঙ্ঘন করা হচ্ছে।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এবার থেকে এই সমস্ত বাসের ক্ষেত্রে মোটর ভেহিকেল আইনের ১২২/৭৭ ধারা অনুযায়ী ন্যূনতম ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুধু বাস নয় অন্যান্য যানবাহনও যাতে অবৈধ পার্কিং করতে না পারে তার জন্য পদক্ষেপ করেছে পুলিশ। এরপরেই এই ধরনের মামলা বেশি রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ মাসে এই ধরনের ২৮০টি মামলা রুজু হলেও ৪৮ ঘণ্টায় ৩৭টি মামলা রুজু হয়েছে। শুধুমাত্র মেয়ো রোডেই বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টের মধ্যে ১২ বাসের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
পুলিশের অন্য এক আধিকারিক জানিয়েছেন, ‘যদিও ওই সমস্ত এলাকায় এখনও বোর্ড লাগানো হয়নি তবে পার্কিং নিয়ম লঙ্ঘনের কারণে আমরা বেশ কিছু যানবাহনকে জরিমানা করেছি। বিশেষ করে ভিক্টোরিয়ার কাছে বেশ কিছু ক্যাব এবং বাস এখানে পার্কিং করত। আমরা তা বন্ধ করতে পেরেছি।’ হোলির আগে এলাকায় নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এলাকার নো-পার্কিং জোনগুলির মধ্যে রয়েছে হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাথেড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, মেয়ো রোড, খিদিরপুর রোড, রেড রোড প্রভৃতি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup