1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2024, 01:15 PM ISTChiranjib Paul
সন্দেশখালি ইস্যুতে গত সোমবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। সন্দেশখালি নিয়ে স্লোগান লেখা গেঞ্জি পরে বিজেপি বিধায়করা বিধানসভায় আসেন।
উত্তপ্ত বিধানসভার অধিবেশন।
শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়কের হেনস্থার প্রতিবাদের বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা সভা। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে এদিন অধিবেশনের শুরু থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিধায়করা। কালো কাপড় দেখিয়ে স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, সন্দেশখালি ইস্যুতে গত সোমবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। সন্দেশখালি নিয়ে স্লোগান লেখা গেঞ্জি পরে বিজেপি বিধায়করা বিধানসভায় আসেন। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। স্পিকার বারণ করলেও তাঁরা শোনেননি। কাগজ ছুড়ে প্রতিবাদ জানা তাঁরা। এর পর স্পিকার শুভেন্দু অধিকারী সহ ৬ বিধায়ককে সাসপেন্ড করেন। বিরোধী দলনেতা ছাড়া সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল, তাপসী মন্ডল, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং মিহির গোস্বামী। বাজেট অধিবেশন পর্যন্ত তাঁদের সাসপেন্ড করা হয়।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। তিনি বলেন, 'বারবার বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কী করে হয়। এভাবে সভার কাজ সঠিক ভাবে চালানো সম্ভব নয়। এটা ঠিক নয়।'