দলের অন্দরে বিদ্রোহের আশঙ্কাতেই ২ বছর ধরে পুরসভা ও পুরনিগমের নির্বাচন করায়নি তৃণমূল সরকার। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। সঙ্গে তাঁর মন্তব্য, তৃণমূলের এটা শেষের শুরু।সোমবার সন্ধ্যায় শমীকবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী আজ এয়ারপোর্টে বলে গেছেন। যে তালিকা বেরিয়েছে সেই তালমিছরিই সবাইকে খেতে হবে। কিন্তু লোকে বলছে ওই তালিকাতেও যাদের নাম ছিল সেই নামও পরিবর্তন হয়েছে। যে কারণে তারা করপোরেশন ও পুরসভা নির্বাচন গত কয়েক বছর ধরে হতে দেননি আজ ঝুলি থেকে কালো বিড়াল বেরিয়ে পড়েছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’।সঙ্গে তৃণমূলের অন্দরের এই বিক্ষোভকে শেষের শুরু বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘ওটা ওয়েব সিরিজ হয়েছে এখন। তিন দিন ধরে চলছে। এটা চলবে। এটা শেষের শুরু। মতাদর্শহীন, কর্মসূচি বিহীন, লক্ষ্যভ্রষ্ট কোনও রাজনৈতিক দল যখন কোনও জায়গায় রাজনীতিতে অংশগ্রহণ করে এবং তার সর্বভূক চরিত্র নিয়ে সে যখন সর্বব্যপী হতে চায় তার পরিণতি এটাই হয়’।রাজ্যে প্রায় ২ বছর ধরে বকেয়া পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচন। তৃণমূল নেতাদের প্রশাসক পদে বসিয়ে পুরসভাগুলি পরিচালনা করছে রাজ্য সরকার। বিরোধীরা অবিলম্বে রাজ্যে পুরনির্বাচন করানোর দাবি তুললেও নানা অছিলায় তা এড়িয়ে গিয়েছে রাজ্য সরকার।