একেবারে সামনের সারিতে থেকে করোনা প্রতিরোধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন পুলিশ কর্মী, আধিকারিকরা। রাস্তায় নেমে মাস্ক বিলি থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ সবটাই সামলাচ্ছে পুলিশ। আর এবার সেই পুলিশ মহলেই করোনার থাবা। একের পর এক পুলিশ কর্মী, আধিকারিক এবার করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার করোনায় আক্রান্ত বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সহ মোট সাত জন পুলিশ কর্মী আধিকারিক। সূত্রের খবর, পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ আধিকারিকের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এরপর তাঁরা করোনা পরীক্ষা করান। তারপরই দেখা যায় তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিধাননগর ট্রাফিক পুলিশের কর্মী ও একাধিক থানার আধিকারিকরাও রয়েছেন। তবে সূত্রের খবর আক্রান্তদের মধ্যে বেশিরভাগ জনেরই শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্য়ে একজন বিধাননগর হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। বাকি আক্রান্তরা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে এর আগে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি হোম আইসোলেশনে ছিলেন। পুলিশের পাশাপাশি মেডিক্যাল কলেজের একাধিক পড়ুয়া ও ইন্টার্ন করোনায় আক্রান্ত হয়েছেন।