আজ, সোমবার সকালে খাস কলকাতায় ঘটল অটো দুর্ঘটনা। এদিন মানিকতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ আসার সময় অটো উল্টে যায়। অটোর গতি বেশি ছিল বলে অভিযোগ উঠেছে। তার জেরেই অটোটি উলটে গিয়ে বিডন স্ট্রিটের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ওই অটোতে যাত্রীরাও ছিলেন। তবে এক তরুণী মারাত্মক জখম হয়েছেন বলে খবর।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, আজ সকালে অটো দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ছিল অটোতে। মানিকতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউের দিকে যাওয়ার সময় অটোর গতি বেশি ছিল। তাই বিডন স্ট্রিটের কাছে রাস্তায় পড়ে থাকা বালিতে পিছলে যায় অটোর চাকা। আর তার জেরে অটো নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যায়। আর সামনে থাকা একজন পথচলতি তরুণীকে ধাক্কা মারে। তখন বিপরীত দিক থেকে মুখোমুখি চলে আসে একটি স্কুটারও। তখন দুর্ঘটনা এড়াতে অটোর মুখ অন্যত্র ঘোরালেও দুর্ঘটনা এড়ানো যায়নি। বরং উল্টে যায় অটো। স্কুটার আরোহী বেঁচে গেলেও ওই তরুণীকে ধাক্কা মারে।
আর কী জানা যাচ্ছে? ওই তরুণীকে নিকটহর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর হাত ভেঙেছে কিনা তা এখনও জানা যায়নি। তবে অটো সজোরে তরুণীর হাতেই ধাক্কা মেরে উল্টে যায়। এই পরিস্থিতিতে গোটা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ এসে রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল স্বাভাবিক হয়। অটো চালকও এখন চিকিৎসাধীন। ঘাতক অটোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।