অনুব্রতর দিল্লিযাত্রা রুখতে মামলা লড়তে গিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন আইনজীবী কপিল সিবাল। শুক্রবার তাঁকে চরম ভর্ৎসনা করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা। কেন কলকাতা হাইকোর্টে দায়ের মামলার নিষ্পত্তি না হতেই কেন তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন প্রশ্ন তুলে কপিল সিবালকে ভর্ৎসনা করেন তিনি।গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে হাজির করানোর নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী কপিল সিবাল। বেলা ২টো ১৫ মিনিটে সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপক্ষের আইনজীবী দেরিতে পৌঁছনোয় মামলার শুনানিও দেরিতে শুরু হয়। এর পর বিচারপতি কপিল সিবালকে প্রশ্ন করেন, কলকাতা হাইকোর্টে একই ধরণের একটি মামলা বিচারাধীন থাকলেও দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন কেন? এর পর মামলার পরবর্তী দিন জানাতে বিচারপতিকে পীড়াপীড়ি করতে থাকেন কপিল সিবাল। সোমবারই যেন ফের মামলাটির শুনানি হয় সেই আবেদন জানাতে থাকেন তিনি। এতে ক্ষুব্ধ বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান।আদালতের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে। তবে তার আগে কলকাতা হাইকোর্টের মামলার নিষ্পত্তি হতে হবে।