এখনই অনুব্রতকে পদ থেকে সরাচ্ছে না দল। ঘটনার গতিপ্রকৃতি দেখে পরে সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। তবে সিবিআই – ইডির নিরপেক্ষতার দাবিতে শুক্র ও শনিবার পথে নামছে TMCP. বিভিন্ন জায়গায় মিছিল ও সভা করবে তারা। বৃহস্পতিবার অনুব্রতর গ্রেফতারির সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন তৃণমূলের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য ও সমীর চক্রবর্তী।
এদিন চন্দ্রিমা বলেন, ‘অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে দলের অবস্থান স্পষ্ট। দল কোনও দুর্নীতিকে সমর্থন করে না। এব্যাপারে জিরো টলারেন্স নীতি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পক্ষে যা ক্ষতিকারক, মানুষকে ঠকিয়ে কিছু করে থাকলে তাকে ও সেই ব্যক্তিকে দল সমর্থন করে না। যিনি গ্রেফতার হয়েছেন, তাঁর লড়াই তাঁকেই লড়তে হবে। দল এতে জড়াবে না।’
জামিনের আবেদনই করলেন না অনুব্রত, ১০ দিনের CBI হেফাজত দিল আদালত
এর পরই চন্দ্রিমা সিবিআই – ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীকেও কাগজ মুড়িয়ে নারদায় টাকা নিতে দেখা গিয়েছিল। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি। ওদিকে আমাদের নেতাদের রাতের বেলা এসে তুলে নিয়ে গেল।’
তিনি জানান, ‘সিবিআই ইডির নিরপেক্ষতার দাবিতে শুক্র ও শনিবার বেলা ৩টে থেকে রাজ্যের জেলায় জেলায় মিছিল করবে TMCP.’